কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবেশে সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাই হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বিকেলে পৌরসভার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের বড়নগর মোড়ে এ ঘটনা ঘটে।
চালক জানান, বড়নগর বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রীবেশে অজ্ঞাত ২ যুবক ঘোড়াশাল যাওয়ার কথা বলে অটোরিক্সায় (নং ১১-০০২৭) উঠে এবং সড়কের ১০০ গজ যাওয়ার পর চালক মফিজ উদ্দিন (৩২) কে ৫শত টাকার ভাংতির কথা জিজ্ঞেস করে। চালক নেই বললে তাকে গাড়ী থামাতে বলে এবং নোট বের করে দেয় ভাংতি আনার জন্য। কিন্তু চালক যেতে সম্মত না হলে তাদের একজন পার্শ্ববর্তী দোকানে ভাংতি আনার জন্য যায়। কিন্তু তার আসতে দেরি হওয়ায় চালক মফিজকে বলে খুঁজে আনতে। চালক অজ্ঞাত যুবকটিকে খুঁজতে গেলে এই ফাকে অটোরিক্সা নিয়ে উদাও হয় গাড়ীতে থাকা অপর যুবক। চালক আরো জানায়, অটোরিক্সায় তার ব্যবহৃত কিছু জামা-কাপড় ও নগদ ৪ হাজার ৩শত টাকা ছিল। মফিজউদ্দিন উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামের হিরণ মোল্লার ছেলে। সে অটোরিক্সাটি ভাড়া নিয়ে চালাত। এ ব্যাপারে গাড়ীর মালিক আহাম্মদ আলী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরী করেন।