টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের আসিকপুর এলাকা থেকে বুধবার ভোর ৫ টায় একটি চোরাই সিএনজি উদ্ধার করেছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ।
জানা গেছে, কালিহাতী উপজেলার পাথাইলকান্দি গ্রামের চানমিয়ার(৩৫) এর সিএনজি বুধবার গভীর রাতে দূবৃত্তরা চুরি করে নিয়ে যাওয়ার সময় এলেঙ্গা হাইওয়ে ফাড়ির এএসআই শরিফুল ইসলাম সিএনজি থামাতে সিগন্যাল দিলে চালক অমান্য করে দ্রুত চালাতে থাকে।পুলিশ পেছনে থেকে তাড়া করলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আসিকপুর নামক স্থানে একটি ধানক্ষেতে ফেলে দূবৃত্তরা পালিয়ে যায়। সিএনজিটি উদ্ধার করে মালিক চান মিয়ার নিকট হস্তান্তর করে।