ঠাকুরগাঁও প্রতিনিধি : উচ্চ ফলনশীল সরিষা আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ে চাষী সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলার বড়গাঁও ইউনিয়ন ফেডারেশন কার্যালয় চত্বরে বড়গাঁও ইউনিয়ন ফেডারেশন কৃষক ফোরামের আয়োজনে চাষী সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কমল কুমার, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম। বড়গাঁও ইউনিয়ন ফেডারেশন’র সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও’র প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মাহাফুজ আলম ও গবেষণা সহকারী আব্দুল খালেক।