শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদীতে এডিপি ওয়াল্ড ভিশন বাংলাদেশের উর্দ্ধতন কর্তৃপক্ষের এডিপি অফিস ও এডিপি কর্ম এলাকা প্রথম বারের মত পরিদর্শন করেছেন। ১৮ ফেব্রুয়ারি সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরামহীনভাবে প্রধান কার্যালয়ের গ্রুপ ডিরেক্টর মিঃ কস্তাস কতোপলাস প্রধান অতিথি এবং ডেপুটি ডিরেক্টর মিঃ রনেট গমেজ বিশেষ অতিথি হিসেবে পিএনএস ফান্ড সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রোগ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিশিষ্ট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিভিশনাল ডিরেক্টর মিঃ পিন্টু আরেং, ময়মনসিংহ ডিভিশনের মিঃ সজল বৈদ্য, শেরপুরের সিনিয়র এডিপি ম্যানেজার কাস্টার, শ্রীবরদী এডিপি ম্যানেজার মিঃ সেবাষ্টিয়ান পিউরীফিকেশনসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। ওই সময়ে এডিপি’র শিক্ষা প্রকল্প অধীন আরলি চাইল্ডহোড ডেভেলপমেন্ট (প্রি-স্কুল), স্কুল ইমপ্রোভমেন্ট প্রোগ্রাম কমিটি (এসআইপিসি), স্বাস্থ্য প্রকল্প অধীন পুষ্টি কার্যক্রম (পিডি হার্থ) এবং কমিউনিটি ক্লিনিকের (সিসি) সাথে এডভোকেসী কার্যক্রমও পরিদর্শন করেন। এছাড়া অর্থনৈতিক প্রকল্পের অধীনে শাপলা সমবায় সমিতি (সিবিও) কর্তৃক আয়োজিত সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দ এবং সিবিও দ্বারা পরিচালিত সমবায় ভিত্তিক কার্যক্রম-ওমেন সপ কর্ণার (দোকান), হাতের কাজ (ব্লক বুটিক, কারচুপি), পরিদর্শন করেন। মৌমাছি পালন ও মধু চাষী দলের সভ্যদের সাথেও দিক নির্দেশনামূলক আলোচনা করেন। পরিদর্শন শেষে মিঃ কস্তাস কতোপলাস শ্রীবরদী এডিপি’র কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের উদ্যেশে বলেন, তিনি এই কর্ম এলাকা কর্মকর্তাদের সার্বিক কর্মকান্ডে অত্যন্ত সন্তষ্ট এবং পরবর্তীতে আরও ভালো কিছু করার জন্য গঠনমূলক পরামর্শ দেন। তিনি আরও বলেন এডিপি ওয়াল্ড ভিশন অসাম্প্রদায়িক চেতনায় এদেশের মা-মাটি’র কল্যানে বিভিন্ন সেক্টরে কর্ম পরিচালনা করে সরকার এবং সর্ব সাধারনের নিকট পূর্ণ আস্থা আর বিশ্বস্ততা অর্জন করেছে। ভবিষ্যতে ইহার ধারাবাহিকতা রক্ষা করে দেশটি যেন সমৃদ্ধ দেশ গঠন হতে পারে এ ব্যাপারে তার সংগঠন সহায়ক ভুমিকা অব্যাহত রাখবে এবং সকল শিশুর মুখে আনন্দের হাঁসি আর আনন্দ- উচ্ছাসের প্রতিফলন ঘটিয়ে যোগ্য নাগরিক গঠন করে বেকারত্বের হাতকে কর্মের হাতে দেখতে চান এই আদর্শ ও দক্ষ পরিচালক।