মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাচন শান্তি পূর্ণ ভাবে সম্পূর্ন হয়েছে।
বুধবার বিকেল ৪টায় ভোট দেয়া বন্ধ হয়ে ৯৩ টি কেন্দ্রের ভোট গননা শুরু হয়েছে। কুলাউড়া উপজেলা সদরে স্থাপিত ভোট সেন্টার থেকে কন্টল রুমে ফলাফল আসতে শুরু করছে। কুলাউড়া উপজেলার সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম জানান, ভোট শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে । তবে আচরনবিধি লংঘন করায় মোবাইল কোর্ট ভাইস চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।