নওগাঁ প্রতিনিধি : প্রথম পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার নওগাঁর মহাদেবপুর ও রানীনগর উপজেলায় শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে উৎসবমূখর পরিবেশে বিকেল ৪ টা পর্যন্ত ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করেছেন।
এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালের দিকে নারী ভোটারের উস্থিতি ছিল বেশী। বেলা বাড়ার সাথে সাথেই কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটারদের দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট প্রদান করতে দেখা গেছে। জেলার মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রাথী প্রতিদ্ব›িদ্বতা করেন। এখানে মোট ভোটার ২ লাখ ৬ হাজার ৫৫৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৬৯১ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩ হাজার ৮৬৬ জন। উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬২। রানীনগর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করেন। উপজেলার ৪৩ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। এই উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩১ হাজার ৪৬১ জন। এর মধ্যে পুরুষ ৬৫ হাজার ৫৪১ জন ও মহিলা ভোটার ৬৫ হাজার ৯২০ জন। এরিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছিল। জেলা রিটার্নিং অফিসার নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জাহাঙ্গীর আলম জেলায় শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে উল্লেখ করে বলেন দুটি উপজেলায় গড়ে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।