মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুরের ঝগড়দিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত: ১০ ব্যক্তি। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হারুন মোল্যা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সন্ধায় মারা গেছেন এমন গুজবে শুরু হয় বাড়ি ভাংচুর ও লুটপাটের উৎসব।
জানা যায়, উপজেলার ঝগড়দিয়া গ্রামের কাইয়ুম মোল্লা ও হায়াত খাঁনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিলো। পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অন্তত: ১০ ব্যক্তি আহত হন। এদের মধ্যে ৪ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত হারুন মোল্যাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধায় হারুন মোল্যার মৃত্যু হয়েছে; এমন গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তার পক্ষের লোকজন প্রতিপক্ষের ঘরবাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়।
হামলাকারিরা প্রতিপক্ষ গ্রুপের অন্তত: ২৫টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুট চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে ৫ রাউন্ড সর্টগানের গুলি ছোড়ে।
ঘটনার সত্যতা স্বীকার করে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহতের খবরটি ¯্রফে গুজব। এখনো পর্যন্ত কেউ মারা যাননি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।