পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : পুঠিয়া উপজেলায় আইন শৃংখলা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন ইউনিয় পরিষদ চেয়ারম্যান রোস্তম আলী, সাজ্জাদ হোসেন মুকুল, গাজী সুলতান, আব্দুল করিম, মনোয়ারা বেগম এবং বানেশ্বর বণিক সমিতির সভাপতি আজিজুল বারী মুক্তা। আলোচনায় উপজেলা বানেশ্বর ইউনিয়নের কাজুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে ঘন ঘন ছিনতাই বিষয়ে জরুরী পুলিশ তদন্ত ও স্থানটিতে পুলিশী টহলের সিন্ধান্ত হয়।