শ্যামলবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গ্রহণ করার জন্য পদক্ষেপ নেয়া হয়েছিল। তিনি ১৯ ফেব্রুয়ারী বুধবার দেশের ৪০টি জেলার ৯৭টি উপজেলার ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ওই কথা বলেন। এসময় তিনি বলেন, নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশ হয়নি। তাই অভিযোগের বিষয়ে এখনি মন্তব্য করা যাচ্ছে না।

বিএনপির ভোটকেন্দ্র দখলের অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, উপজেলা নির্বাচন একটি নির্দলীয় নির্বাচন। তাই এখানে দলীয় অভিযোগ বিবেচনার সুযোগ নেই। তবে কোন প্রার্থী অভিযোগ করলে তা গুরুত্বের সাথে দেখা হবে।
