এম লুৎফর রহমান, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর ডিবি পুলিশ পলাশ উপজেলার সেকান্দরদী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকা থেকে বুধবার সকালে একটি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ এনামুল ও শরিফ নামে দুই অস্ত্রধারী যুবককে গ্রেফতার করেছে। এরা আওয়ামী লীগ সমর্থিত পলাশ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের কর্মী বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ উপজেলার সেকান্দরদী গ্রামের নান্নু মিয়ার পুত্র এনামুল ও তাহের মিয়ার পুত্র শরিফ সকাল ১১ টায় সেকান্দরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখলের উদ্দেশ্য কোমরে পিস্তলটি নিয়ে এনামুল কেন্দ্রের আশেপাশের ঘুরাফেরা করার সময় ডিবি পুলিশ তাদের আচরনকে সন্দেহ হওয়ায় এনামুলকে ডাক দিলে সে দৌড়ে পালাবার চেষ্টা করে। সাথে সাথে ডিবি পুলিশ তাদের পিছু ধাওয়া করে হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের কোমর থেকে বিদেশী পিস্তল এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।