জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ি উপজেলা নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে ৫ জন ও জাল ব্যালটপেপারসহ ৭ জনকে আটক করা হয়েছে। সরিষাবাড়ি বারইপটল হাই স্কুল কেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে হানিফ, সাবিনা একই অভিযোগে ডোয়াইল হাই স্কুল কেন্দ্র থেকে আ’লীগ কর্মী রতনকে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালতের কাছে তাদের সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ আনিসুর রহমানকে ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম দন্ডাদেশ দেন।
সদর উপজেলার রামানন্দপুরে আ’লীগ-বিএনপির মধ্যে পাল্টা পাল্টি ধাওয়ায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এছাড়াও সথল প্রাইমারী কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় ব্যালট পেপারসহ আরও ৭ জনকে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে।