তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ-গাজাসহ বিভিন্ন মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৮ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কর্ণেল মোঃ শহিদুর রহমান, অধিনায়ক, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লা এর দিক নির্দেশনায় সংকুচাইল কোম্পানীর শেওড়াতলী মাঠের মধ্যে নং-৫৫৩৪৯ নায়েক মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে টহল পরিচালনা করে ১শ ১২ কেজি ভারতীয় গাজা আটক করতে সক্ষম হয়। অন্যদিকে গতকাল মধ্যরাতে ব্যাটালিয়ন সদর হতে যশপুর বিওপি এলাকার শুভনগরে নং-৫২৯৮৬ হাবিলদার মোঃ সাইদুর রহমান এর নেতৃত্বে আরেকটি টহল পরিচালনা করে ১হাজার ২শ ২৭ টি ভারতীয় ষ্টীলের বল মালিকবিহীন অবস্থায় আটক করে। এ ছাড়াও নিয়মিত টহলের অংশ হিসেবে যেমন সীমান্ত এলাকা আমানগন্ডা বিওপির রাঙ্গামাটিয়া, বৌয়ারাবাজার বিওপি গলিয়ারা, বয়রাপাড়া, হরিপুর, বিবিরবাজার বিওপির বালুরতোপা এবং গাজীপুরে অভিযান চালিয়ে হুইস্কি-৪৮ বোতল, পোস্তদানা-৪২ কেজি, বাই-সাইকেল-০৬ টি, জিরা-২৭ কেজি, জটগাজা- ০২ কেজি মালিক বিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৯লাখ ১৫ হাজার ৭শ টাকা । আটককৃত মালামাল কুমিল্লা কাস্টমস্/ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা করা হয়েছে।