ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাপ্তাই হ্রদে ফসলের আবাদ শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৯, ২০১৪ ২:২০ অপরাহ্ণ

Kaptai Lake Cultivationজসীম উদ্দিন তালুকদার, রাঙামাটি : কাপ্তাই হ্রদের জলভাসা জমিতে বোরো ধান ও অন্যান্য ফসলের আবাদ শুরু হয়েছে। এখন কাপ্তাই হ্রদ বেষ্টিত রাঙামাটি জেলায় রাঙামাটি সদর, নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার কৃষকদের মাঝে ধান লাগানোর ধুম পড়েছে। প্রতিদিন হ্রদের পানি ক্রমান্বয়ে কমে জেগে উঠছে অসংখ্য চর। এসব চর বা জলভাসা জমিতে বোরো ধান,সবজি ও অন্যান্য ফসল লাগাচ্ছেন কৃষকরা।

Shamol Bangla Ads

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নরেশ চন্দ্র বারই বলেন, এবার কাপ্তাই হ্রদভুক্ত ৪ হাজার ৫শ হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন হবে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১৮ হাজার মে.টন। এই ধান লাগানো ১৫ মার্চ পর্যন্ত চলবে এবং এপ্রিল-মে মাসে ধান কাটা শুরু হবে। তবে ফেব্রæয়ারি মাসের মধ্যে ধান লাগানো সম্পন্ন করার চেষ্টা থাকবে বলে উপ পরিচালক জানিয়েছেন। তিনি আরও বলেন, কৃষকদের প্রযোজনীয় কৃষি সহায়তা দেয়ার লক্ষ্যে পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়নের প্রযুক্তি ভিত্তিক প্রকল্পের ৫শ ১০টি প্রদর্শনী প্লটের কার্যক্রম চলছে। উক্ত প্রদর্শনী প্লটের আওতায় বীজ উৎপাদন প্রদর্শনী,প্রযুক্তি প্রদর্শনী,সেচ ব্যবস্থাপনা,উদ্যান ফসল,সার ব্যবস্থাপনা ও জাত প্রদর্শনী কার্যক্রম অব্যাহত রয়েছে। বোরো ধানের মধ্যে ব্রি-২৮, ব্রি-২৯ আর উফশী জাতের মধ্যে বিআর-২৬, ব্রি-৩৯, ব্রি-৫০, পূর্বাচী, ব্রি-৪৫ এবং হাইব্রীড ধানের মধ্যে হীরা-১, হীরা-২, এসিআই-১, সুপার হাইব্রীড, জাগরণ, লাল তীর, রাজকুমার, টিয়া, সোনার বাংলা, মধুমতি এসব ধানের চাষ হচ্ছে। উপ পরিচালক আরও বলেন, কাপ্তাই হ্রদের জলভাসা জমিতে ধান লাগানোর পাশাপাশি সবজি ও অন্যান্য ফসলের চাষ হচ্ছে। তন্মধ্যে আলু ৩শ ১০ হেক্টর,মিষ্টি আলু ২শ ৯৫ হেক্টর,সরিষা ২শ ১ হেক্টর,চিনাবাদাম ৭০ হেক্টর,ভ’ট্রা ২শ ৮৮ হেক্টর,শীতকালীন সবজি ৪ হাজার ১শ ৩ হেক্টর,আখ ২শ ৯৩ হেক্টর, মরিচ ২শ ৪০ হেক্টর, পিঁয়াজ ৩২ হেক্টর, রসুন ১৮ হেক্টর, ধনিয়া ৫৯ হেক্টর, মসুর ১৫ হেক্টর, ছোলা ১৪ হেক্টর, খেসারী ৫ হেক্টর, মাসকলাই ১৫ হেক্টর, মুগ ডাল ৯ হেক্টর, মটর ৮৩ হেক্টর, অড়হড় ৩৫ হেক্টর ও ফেলন ৪৬ হেক্টর জমিতে চাষ হচ্ছে। এদিকে গত বছরের তুলনায় এবছর হ্রদের পানি আগে থেকে কমে চাষাবাদের সুযোগ হওয়ায় কৃষকরা কাঙ্খিত ফসল ঘরে তোলার প্রত্যাশা করছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!