মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিদ্দেক আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেত্রী শিক্ষিকা বিলকিস বেগম-কে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করে আওয়ামীলীগ।
কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের অংশগ্রহণে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ভানুগাছস্থ চাঁদনী কমিউনিটি সেন্টারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থী নির্বাচনের লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: রফিকুর রহমানের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ। বর্ধিত সভায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতার আগ্রহ প্রকাশ করেন।
সভায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ বলেন, আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী সমঝোতার ভিত্তিতে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমুলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় একক প্রার্থী নির্বাচন করা হয়। দলের মনোনীত একক প্রার্থীর পক্ষে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত আরো ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং উপজেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।