আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : ঢাকা-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে বুধবার সকালে টমটমের চাপায় এক স্কুল ছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার সীমান্তবর্তী হরিণাহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র ও নিমারপাড় গ্রামের মাওলা মিয়ার নয়বছরের ছেলে মুন্না স্কুলে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি টমটম তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়। মুন্নার মৃত্যুতে ওই পরিবারসহ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)