সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবিএম মোস্তাকিমের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে এঘটনা ঘটে। এসময় সেখানে ৪ টি ককটেল বিস্ফোরনও ঘটানো হয়। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের পরিচয় জানা যায়নি।