ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে অপহরণকৃত দুই কর্মচারী উদ্ধার : অস্ত্রসহ দুই যুবক আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ১২:৩৪ পূর্বাহ্ণ

Rajarhat News Pic-17-02-14রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে অপহরণকৃত দু’কর্মচারীকে রোববার রাত ১১টার দিকে রংপুর পূর্ব শালবন এলাকা থেকে একটি ভাড়াটিয়া বাসা থেকে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত দু’যুবককে দুটি চাপাতিসহ জাহাজ কোম্পানী মোড় থেকে আটক করে পুলিশ। অপহরণকারীরা হলো-রংপুর কামালকাছনা এলাকার হাফিজ মিয়ার পুত্র ময়নুল হাসান (২৮) ও একই এলাকার হাসান আলীর পুত্র মর্তুজা (৪০) ।এ ঘটনায় ওই রাতে রাজারহাট থানায় একটি মুক্তিপণ ও অপহরণের মামলা দায়ের হয়েছে। গতকাল এ ঘটনার পর থেকে আসন্ন রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের পদপ্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মাঝে চরম আতংক বিরাজ করছে।উলে­খ্য, গত শুক্রবার সদর ইউপি’র বর্তমান চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী মোঃ এনামুল হকের (আনারস) প্রতীকের নির্বাচনী প্রচারনা চালাতে গিয়ে ছিনাই ইউপি’র বকুলতলা নামক স্থান থেকে রাত আনুমানিক ১০ ঘটিকার সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দু’কর্মচারী মোঃ শাহজাহান (৩০) অফিস সহকারী ও শ্রী লিটন চন্দ্র রায় (২৬) তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা অপহরণের শিকার হয়। পরে শনিবার হঠাৎ করে কয়েকটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে চেয়ারম্যান প্রার্থী মোঃ এনামুল হকের মোবাইল নম্বর ০১৭১২৫১০৫৭৮ নম্বরে ফোন আসে এবং তাদের দু’জনকে অপহরণ করা হয়েছে মর্মে মুক্তিপণ বাবদ ৩ লাখ টাকার চাঁদা দাবী করে। সে মোতাবেক অপহরণকারীদের একটি বিকাশ নম্বরে ৬০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন। পরবর্তীতে তাদের কোন আশ্বাস না পাওয়ায় নিরুপায় হয়ে শনিবার রাতে রাজারহাট থানায় একটি সাধারণ ডায়রী করে। এরপর রাজারহাট থানা পুলিশ মোবাইল টেকিং-এর মাধ্যমে অপহরণকারীদের আস্তানা শণাক্ত করে অভিযান শুরু করে। এরই সূত্র ধরে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাসান সরদারের নেতৃত্বে এস,আই কফিল উদ্দিন এক বিশেষ অভিযান পরিচালনা করে এবং রংপুর কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় রোববার রাতে অপহরণকৃত দু’কর্মচারীকে একটি ভাড়াটিয়া বাসা থেকে রাত ১১টায় উদ্ধার করতে সক্ষম হন। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান সরদার-এর সঙ্গে কথা হলে তিনি বলেন, মামলার তদন্ত কাজ চলছে, সঠিক তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ-খবর নেয়া হচ্ছে। এ মুহুর্তে অধিকতর তদন্তের স্বার্থে গণমাধ্যম কর্মীদের কাছে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!