মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক গত রোববার ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সৈয়দপুর বাজারস্থ জনৈক লতিফ খান এর পোল্ট্রি মুরগীর দোকানের পিছনে পাকা রাস্তার উপর হতে ৫২১ পিস ইয়াবা ও ০১টি মোটর সাইকেলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সৈয়দপুর বাজারস্থ জনৈক লতিফ খান এর পোল্ট্রি মুরগীর দোকানের পিছনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ০১টি মোটর সাইকেলসহ মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলের সন্নিকটে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবহৃত মোটর সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাদের ঘেরাওপূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ ইমরুল হাসান মাসুদ (৩২), পিতা-মৃত আমজাদ হোসেন, সাং-শিবপুর ২। মোঃ ওহিদ শেখ রিপন (৩৩), পিতা-মোঃ হাফেজ শেখ, সাং-কলারন, ৩। মোঃ সেলিমুজ্জামান সুমন (৩৫), পিতা-মৃত গোলাম নবী, সাং-শিবপুর গ্রামের বোয়ালমারী উপজেলার ফরিদপুর বলে জানায়। আশে পাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদের উপস্থিতিতে আভিযানিক দলের সদস্যরা আসামীর দেহ বিধি মোতাবেক তল্লাশী করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে ছোট সাদা ০২টি পলিথিনের প্যাকেটে হতে ৪০০ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং ২নং আসামীর দেহ বিধি মোতাবেক তল্লাশী করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে ছোট সাদা ০১টি পলিথিনের প্যাকেটে হতে ১২১ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট সর্বমোট ৫২১ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ পরস্পরের যোগসাজসে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।