বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী লড়ছে । ইতিপূর্বে বালিয়াডাঙ্গী উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র চুড়ান্ত করেছেন।
বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে ২জন। এখানে চেয়ারম্যান পদে লড়াই করেছেন আওয়ামীলীগের উপজেলা যুগ্ম সাধারন সম্পাদক সফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও চাড়োল ইউপি চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী মটরসাইকেল প্রতীক নিয়ে। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আঃ সামাদ পান্না তালা প্রতীক, জামাতের উপজেলা শূরা সদস্য মুশফিকুর রহমান টিউবওয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সীমা আকতার সেলাই মেশিন প্রতীক এবং উপজেলা বিএনপির মহিলা দলের নেত্রী নাজিয়া ইমদাদ প্রজাপতি প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা চাচ্ছে । এখানে মোট ভোটার-১ লাখ ২২ হাজার ৭০১ জন। ভোট কেন্দ্র ৫২ টি। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারী।