পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার বেসরকারি সংস্থা সেরার উদ্যোগে ও গণসাক্ষরতা অভিযানের সহযোগীতায় সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
উপজেলার হোগলা সেরা সংস্থার প্রকল্প কার্র্যালয়ে উক্ত ক্যাম্পেইনে প্রকল্পের হোগলা কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. তৌফকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন সরকার, সানোয়ার হোসেন চৌধুরী ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান তাং। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেরা সংস্থার নির্বাহী পরিচালক এস. এম. মজিবুর রহমান।