এম এ করিম মিষ্টার, নীলফামারী : পঞ্চম শ্রেণির বৃত্তিতে নীলফামারী জেলায় ৭৩৪ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২৩ জন এবং সাধারণ গ্রেডে ৪২০ শিক্ষার্থী রয়েছে। বরবরের মতো এবারো জেলার শীর্ষে রয়েছে নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৩২ জন শিক্ষার্থী বৃত্তির আওতায় এসেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৯ জন এবং সাধারণ গ্রেডে ৩ জন বৃত্তি লাভ করে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মানিক ভূষণ চক্রবর্তী জানান, ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪৭ জনের মধ্যে ১১৪ জন জিপিএ-৫ পেয়েছিল। এছাড়া ২০১২ সালে প্রতিষ্ঠানটির ৩০ জন শিক্ষার্থী বৃত্তির আওতায় এসেছিল বলে জানান তিনি। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ৭৪৩ জনের মধ্যে কিশোরীগঞ্জ উপজেলায় ট্যালেন্টপুলে ৪২ জন ও সাধারণ গ্রেডে ৩৮ জন, জলঢাকা উপজেলায় ট্যালেন্টপুলে ৬২ জন ও সাধারণ গ্রেডে ৮২ জন, ডিমলা উপজেলায় ট্যালেন্টপুলে ৬০ জন ও সাধারণ গ্রেডে ৪২ জন, ডোমার উপজেলায় ট্যালেন্টপুলে ৪৯ জন ও সাধারণ গ্রেডে ৭৮ জন, নীলফামারী সদর উপজেলায় ট্যালেন্টপুলে ৭৩ জন ও সাধারণ গ্রেডে ৯৮ জন এবং সৈয়দপুর উপজেলায় ট্যালেন্টপুলে ৩৭ জন ও সাধারণ গ্রেডে ৮২ জন বৃত্তি পেয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা জানান, ২০১২ সালে ৭৩৪ জন বৃত্তি পেয়েছিল এর মধ্যে ট্যালেন্টপুলে ৩০৮ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ জন শিক্ষার্থী ছিল। এবারে গতবারের চেয়ে ৯ জন বেশি বৃত্তির আওতায় এসেছে বলে জানান তিনি।
নীলফামারীর সৈয়দপুরে জাপা সমর্থিত প্রার্থীর জরিমানা
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম। সৈয়দপুর উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মঞ্জুয়ারা বেগম শিপনের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়। তাঁর নির্বাচনী প্রতীক সেলাই মেশিন। জানা যায়, ওই রাতে মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এক মোটর শোভাযাত্রা বের করা হয়। এতে ভ্রাম্যমান আদালতের বিচারক তাঁর ওই পরিমাণ টাকা জরিমানা করেন।
নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ সভা
জেলা পর্যায়ে ছোট পরিবার ধারণা উন্মেষ, এএনসি, নিরাপদ মাতৃত্ব, পিএনসি ও নবজাতকের যতœ বিষয়ক সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ রবিবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ অডিটরিয়ামে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নীলফামারী আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আফরোজা বেগমের সভাপতিত্বে অবহিতকরণ সভায় পরিবার পরিকল্পনা ভিষয়ক তথ্য উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক হানিফুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ডা. জাহিদ হোসেন লস্কর। নীলফামারীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন অবহিতকরণ সভায়।
সৈয়দপুরে প্রার্থীদের পোষ্টার ব্যানার ও ফেষ্টুন জব্দ
নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারণা নির্বাচনী আচরণবধি লঙ্ঘন করে প্রার্থীদের ব্যবহৃত বেশ কিছু পোষ্টার, ব্যানার ও ফেষ্টুন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার ও সোমবার ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলার কাশিরাম বেলপুকুর ও খাতামধুপুর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জব্দ করা হয়। এতে নেতৃত্ব দেন প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলাম। এসময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সহিদার রহমান সঙ্গে ছিলেন। এর আগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় সৈয়দপুর পৌর এলাকায়। এতে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত। এদিন চেয়ারম্যান প্রার্থীদের দেয়ালে লাগানো পোষ্টার তুলে ফেলা হয়। এয়াড়াও প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর জন্য সতর্ক করেন ভ্রাম্যমান আদালত।
কিশোরীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের শাড়ি ও লুঙ্গি বিতরণ
নীলফামারীর কিশোরীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। নীলফামারী-৪ ( সৈয়দপুর- কিশোরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী ক্ষতিগ্রস্তদের মাঝে ১৬ পিস শাড়ি ও ১৬ পিস লুঙ্গি বিতরণ করেন। এসময় উপজেলা জাতীয় পার্টর সভাপতি রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১ ফেব্র“য়ারি গভীর রাতে উপজেলার গাড়াগ্রাম তেলীপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি পরিবারের ১৬টি ঘর, ধান, চাল ও আসবাবপত্রসহ ১৫ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে যায়।