ইয়ানুর রহমান, যশোর : যশোরের ঝাউতলায় পিকনিকের বাস খাদে পড়ে ৭ শিক্ষার্থী নিহতের ঘটনায় শার্শার সকল প্রাথমিক বিদ্যালয়ে শোক পালন করা হয়েছে। সোমবার সকালে নিহত শিক্ষার্থীদের স্কুল বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোক পালন ও দোয়া করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বিদ্যালয়ে শুরু হয় অ্যাসেম্বলি। এরপর নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দরুদ পাঠ এবং মোনাজাতের মধ্য দিয়ে অ্যাসেম্বলি শেষ হয়। দোয়ায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এদিকে ৭ শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় চৌগাছায় পালন করা হয় শোক ও দোয়া কর্মসূচি।
সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়ায় অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। এ সময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে মন্ত্রী সবাইকে পড়াশোনার পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩টি বাসে করে শনিবার সকালে মেহেরপুরের মুজিবনগরে বনভোজনে যায়। ফেরার পথে রাত ৮টার দিকে চৌগাছার ঝাউতলায় ইটভাটার কাছে মাটিবাহী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাস উল্টে পাশের পুকুরে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। রাত ২টার দিকে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং রবিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।