সরদার ওয়াহিদা পারভীর রিভা, ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় হিন্দু সম্প্রদায়ের বাড়ী ও মন্দিরে হামলা করে মূর্তি ভাংচুরের ঘটনায় মামলা হলেও ঘটনার সাথে জড়িত কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। অপরদিকে ঘটনা ভিন্নখাতে নেয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে একটি মহল।
ডিমলা উপজেলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের সার্বজনীন কালি মন্দির এলাকার সুভাষ চন্দ্র রায় নামে এক হাইস্কুল শিক্ষক জানান, গত ১৩ ফেব্র“য়ারি বৃহস্পতিবার রাত ১১টায় ১৭/১৮ বছর বয়সের কয়েকজন ছেলে মন্দিরে হামলা চালিয়ে মন্দিরের বেড়া-চাটী ও ঠাকুরের ২টি মুত্তি ভেঙ্গে দেয়াসহ মন্দির সংলগ্ন একটি বাড়ীতে হামলা চালায়। এক পর্যায় তারা বাড়ীর মালিক বিশ্বনাথ রায়কে জীবন নাশের হুমকিও দেয়। মন্দির কমিটির সভাপতি বাবু কৃষ্ণ চন্দ্র রায় শুকবার সকালে স্থানীয় সাংবাদিকদের জানান, এলাকার এনতাজ আলীর পুত্র আব্দুর রউফ(বাবু), মিঠুন, রুবেল, আবেদ ও ফরহাদ মন্দিরের ২টি মূর্তির মাথা ভেঙ্গে নিয়ে বাঁশ ঝাড়ে ফেলায় রাখে এবং বিশ্ব নাথের বাড়ীতে হামলা করে পালিয়ে যায়। অভিযুক্তদের মধ্যে আব্দুর রউফ(বাবু) অভিযোগ অস্বীকার করলেও অন্যদের মতামত পাওয়া যায়নি। এদিকে মন্দির কমিটির সভাপতি এদিন সন্ধায় ঘটনার বিষয়ে ডিমলা থানায় একটি মামলা (নং-৩, তারিখ ১৪/০২/১৪) দায়ের করলেও তিনি তার এজাহারে কোন আসামীর নাম উলেখ করেননি। প্রাপ্ত তথ্যে জানাগেছে, ঘটনার সাথে জড়িতরা একটি বিশেষ রাজনৈতিক দলের সর্মথক হওয়ায় মামলার এজাহারে তাদের নাম উলেখ করতে দেয়া হয়নি। মামলার তদন্তকারী অফিসার এসআই রায়হান বলেন, মামলার তদন্ত চলছে, এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িতদের সনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। ইতোমধ্যে পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, র্যাব, উপজেলা নির্বাহী অফিসারসহ অনেকেই ঘটনা স্থল পরিদর্শন করেন।