ইয়ানুর রহমান (যশোর) : মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের তৃনমূলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু’কে জেলা কমিটি মনোনয়ন না দিয়ে তাকে বহিস্কারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে আমরা মুক্তিযোদ্ধা জনতা রাজপথে নেমে এসেছি বলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের সম্পাদকমন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম।
শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মাস্টার মনিরুজ্জামান মন্টু বলেন, ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে শার্শার ২৭০ জন মুক্তিযোদ্ধা সকাল ১০টা থেকে এক ঘন্টার জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম এর মাধ্যমে আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রেরন করেছি। পরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনার ব্যাখ্যা দিয়েছি।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক শার্শা উপজেলা আওয়ামীলীগের তৃনমূলের সমর্থনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতার জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জুকে প্রার্থী করা হয় তবে জেলা আওয়ামীলীগ তৃন্নমূলের মতামতকে তোয়াক্কা না করে আব্দুল মান্নান মিন্নুকে প্রার্থী ঘোষনা দেওয়ায় তৃন্নমূলের নেতা কর্মীরা মুক্তিযোদ্ধাদের কর্মসূচির প্রতি সমর্থন জানাতে রাজপথে নেমেছে।
মঙ্গলবার সকাল ১০টায় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলা পরিষদের সামনে থেকে প্রধান সড়ক ধরে হাজার হাজার আওয়ামীলীগের তৃন্নমূলের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধাদের কর্মসূচিতে সমর্থন জানাতে মানববন্ধনে দাড়িয়ে যান।
কর্মসূচিতে আসা মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন,নাশির উদ্দিন,আলতাফ হোসেন,কেয়ামুদ্দিন বলেন “দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমাদের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি আমরা আহবান জানাচ্ছি।”
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের শার্শা উপজেলার সভাপতি বজলুর রহমান বলেন, শার্শার ১১টি ইউনিয়ননের ৯জন চেয়ারম্যান মুক্তিযোদ্ধাদের এই কর্মসূচির প্রতি সমর্থন জানাতে এসেছি।
মুক্তিযোদ্ধাদের এই কর্মসূচির প্রতি সমর্থন জানাতে আসা উপজেলা আওয়ামী ওলামালীগের সাধারন সম্পাদক মাওলানা আল আমিন মাহবুব, কৃষকলীগের সভাপতি আবু তালেব মিয়া,যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান,বাগআচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান ইলিয়াচ কবির বকুল, ডিহির গোডপাড়া ওয়ার্ডের সাধারন সম্পাদক কামরুজ্জামান, ফজিলাতুননেছা মহিলা কলেজের সহকারি অধ্যাপক আসাদুজ্জামান আশা ও মিজানুর রহমান মিজান বলেন জাতীর সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কর্মসূচির প্রতি সম্মান জানাতে এখানে এসেছি।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার নাশির উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন সকল মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।