জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাচনে গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। একাধিক সুত্র জানায়, চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদকে প্রথমে দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়। পরে ফরিদুল কবীর তালুকদার শামীম নিজেই প্রার্থী হওয়ার ঘোষনা দিলে আজিম উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েও নেতাদের কথায় প্রত্যাহার করেন।
দলীয় নেতারা জানান, দীর্ঘদিন ধরে শীর্ষস্থানীয় কোন নেতৃত্ব না থাকায় শামীম তালুকদার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। যা ‘দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা বলেও অনেকে মন্তব্য করেন। তবে সুষ্ঠু ভোট হলে জয় নিশ্চিত- বলে বিএনপি আশাবাদী।
অপরদিকে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে দীর্ঘদিন ধরে আভ্যন্তরিন বিরোধ থাকলেও উপজেলা নির্বাচনকে ঘিরে সিনিয়র নেতারা এখন ‘একাট্রা’ বলে জানা গেছে। দলীয় সিদ্ধান্তে জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক স¤পাদক গিয়াস পাঠানকে দলের একক প্রার্থী হিসেবে চুড়ান্ত করে সিনিয়র ও তৃণমুল নেতাকর্মীরা একসাথে মাঠে নামায় জয়ের ব্যাপারে আশাবাদী তারা।
উপজেলা সার্ভার স্টেশন সুত্র জানায়, চেয়ারম্যান পদে দুই প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম আনারস প্রতীক ও গিয়াস পাঠান দোয়াত কলম প্রতীকে লড়ছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী বিএনপি সমর্থিত মামুন ফকির (চশমা), আওয়ামী লীগ সমর্থিত ফতেহ লোহানী (উড়োজাহাজ), স্বতন্ত্র আব্দুল হাই (টিউবওয়েল) ও জহুরুল ইসলাম (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী বিএনপি সমর্থিত হোসনে আরা আসমা (কলস), আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা লতিফ (ফুটবল), স্বতন্ত্র জাহানারা হাবিব (প্রজাপতি) ও ফরিদা ইয়াসমিন (হাঁস) প্রতীক নিয়ে গ্রামে গঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে বিভিন্ন প্রতিশ্র“তির মাধ্যমে ভোট প্রার্থনা ও দোয়া চেয়ে বেড়াচ্ছেন।