চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : ১৫ মার্চ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ দিনে সার্টিফিকেট জটিলতার কারণে ৩ জন প্রার্থীকে মনোনয়ন বাতিল করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান জানান, গত তৃতীয় দফা তফসীল ঘোষণার পর মনোনয়ন পত্র উত্তোলন ও দাখিল শেষে যাচাই বাছাইয়ের সময় সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভাইস চেয়ারম্যান পুরুষ পদ প্রার্থী বিএনপি সমর্থিত আকতারুল তোতা, আ’লীগ সমর্থিত মোস্তাক আহমেদ মিঠুন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহেনা খাতুন এর মনোনয়নপত্র বাতিল করা হয়। আগামী ২৪ ফেব্র“য়ারী প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ ২৫ ফেব্র“য়ারী।