ভোলা প্রতিনিধি : ১৭ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন সিজি স্টেশন পাথরঘাটা এর স্টেশন কমান্ডার লেঃ এস এ আহসান এর নেতৃত্বে কটকা নদীর পক্ষীদিয়া নামক স্থান থেকে জেলেদের ব্যবহৃত ১ টি মাছ ধরার ট্রলার ও ২০জেলেকে উদ্ধার করে । কোস্ট গার্ড সদস্যরা জলদস্যুদের গতি রোধ করার জন্য ০৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেলে জলদস্যুরা ২০ জন জেলেসহ অপহৃত ট্রলারটি চরে ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। এতে কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকৃত ট্রলার ও জেলেদেরকে গত ১৬ ফেব্রæয়ারি পাথরঘাটা থেকে ১৫ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা থেকে জলদস্যুরা অপহরন করে নিয়ে আসছিল। উদ্ধারকৃত ট্রলার ও জেলেদেরকে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়।।