তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ার লেডী অব ফাতিমা গালস্ হাই স্কুলের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকরা। রোববার বেলা ১২টারদিকে বিদ্যালয়ের সামনের সড়কে নিরাপদ সড়কের দাবী ব্যানারে ৮৪ সালের কেজি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের অংশ গ্রহণে এক শোকবন্ধনে পরিণত হয়। পথ প্রতিবাদে বক্তব্য রাখেন-প্রধান শিক্ষিাকা সিষ্টার মেরী শিখা, প্রাক্তন ছাত্র ডা. আইয়ুব হামিদ, কাজী এনামূল হক ফারুক, শাকিল আহমেদ রানাসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত শুক্রবার কুমিল্লা চৌদ্দগ্রামে যাত্রীবাহীবাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ওই বিদ্যালয়ের ৪র্থশ্রেনীর মেধাবী ছাত্রী ফাতিমা বিন্তে ওয়াদুদসহ ৩জন মারা গেছে, আহত হয় ৭জন। ২ জনের অবস্থা আশংকাজনক এখনো চিকিৎসাধীন রয়েছে।
তথ্য অধিকার আইন সম্পর্কে সজাগ থাকতে হবে- তথ্য কমিশনার
তথ্য অধিকার আইন সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার মো. ফারুক। কুমিল্লার নগর উদ্যান সংলগ্ন নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রীয় মিলনাতয়নে ৯ দিনব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। রোববার সকালে তথ্য অধিকার আইন-২০০৯ এর আওতায় জেলা পর্যায়ে অফিস প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে এ কর্মশালার শুরু হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ে ৯০ জন অফিস প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অংশ নেন। এতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনার মো. আবু তাহের এবং তথ্য কমিশনের সচিব মো. ফরহাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া।
কুমিল্লায় বেলাল হত্যার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন
কুমিল্লায় বেলাল হত্যার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন এবং স্মারক লিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। রোববার দুপুরে নগরীর কান্দিরপাড় পূবালী চত্তরে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন “বেলাল হত্যা রায় বাস্তবায়ন পরিষদ। মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পথিকৃত কুমিল্লার পূন্য আন্দোলনের সভাপতি এডভোকেট আনিছুর রহমান মিঠু, বাংলাদেশ শ্রমিকলীগের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক এম এ কাইয়ূম, বালাদেশ সার্ভে ইনষ্টিটিটের জিএস ও মহানগর ছাত্রলীগের সভাপতি এম সাইফুল ইসলাম প্রধান, তারেকুর রহমান জুয়েল, হারুনুর রশিদ ভূঁইয়া সহ আরো অনেকে। নিহত বেলালের পরিবারের সদস্যে এবং বক্তারা অভিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার সহ দৃষ্টান্ত মূলত শাস্তির দাবী জানান। পরে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য- গত ০৯ ফেব্রুয়ারি’১৪ রোববার নিহত বেলালের কর্মস্থল কিশোরগঞ্জের ভৈরব এলাকার একটি ভাড়াটিয়া বাসায় সন্ত্রাসীদের হাতে খুন হয় নিহত বেলাল। খুনের একদিন পর নিহতের বড় ভাই ভৈরব থানায় কয়েক জনকে আসামীকরে একটি হত্যা মামলা দায়ের করে।