কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ‘‘সুশীলন’’ কর্তৃক অনাকাঙ্খিত গর্ভধারন ও অনিরাপদ এম আর রোধ প্রকল্পের এক কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে। শরীফ নাসির মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাজী বসির আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সুশীলনের উপজেলা সমন্বয়কারী সুলতা রানী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুরষ সহায়ক দলের সদস্য গোলাম হোসেন, নবুয়ত মোল্যা ও জাফর আহম্মেদ প্রমুখ। উক্ত সভায় নারী নির্যাতন রোধ, অনাকাঙ্খিত গর্ভধারন ও অনিরাপদ এম আর রোধে প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপকভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয়। কর্মশালায় পুরুষ সহায়ক দলের বিশ জন সদস্য অংশগ্রহণ করেন।