কুমিলা প্রতিনিধি : কুমিলা মহানগরীর কালিয়াজুরীস্থিত ঐতিহ্যবাহী দরগাহ্ শরীফে আগামি ৬ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত নানাহ কর্মসূচী’র মধ্য দিয়ে তাপস মনি অলিয়ে কামেল শাহেন শাহ্ হযরত বাবা আইন উদ্দীপন শাহ্ (রাঃ) ও হযরত বাবা গোলাপ শাহ্ (রাঃ) এর পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে।
কর্মসূচীর মধ্যে রয়েছে যথাক্রমে সকাল ৭টায় খতমে তেলাওয়াত কালামে পাক, কোরবাণী, বাদ আছর কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ, হাম্দ ও না’ত, বাদ মাগরিব মিলাদ শরীফ, জিকির ও কাছিদা, রাত ৮টায় এশার আযান, বাদ এশা ওয়াজ মাহ্ফিল। অনুষ্ঠানে ওয়াজ, মিলাদে জিকির ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহাজাদা মাহবুব ইলাহ্ ্আল-ক্বাদেরী, শাহ্পুর দরবার শরীফ, কুমিলা। তাশরীফ আনবেন- খতিব, হযরত আইনউদ্দিন শাহ্ (রাঃ) মাজার শরীফ জামে মসজিদ এবং অন্যান্য ওলামায়ে কেরামগণ।
ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে অংশ গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন- কালিয়াজুরী মাজার পরিচালনা কমিটি’র সদস্য সচিব ও কুমিলা আর.ডি.সি কাউসার আজিজ এবং কালিয়াজুরী মাজার পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল মতিন।
উলেখ্য, উক্ত মাজার শরীফ সরকার কর্তৃক অনুমোদিত কমিটি দ্বারা পরিচালিত।