মো. মিরাজুল ইসলাম, চিতলমারী (বাগেরহাট) : বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ৩য় তফশীল ঘোষণার পর ৩য় দিন (১৭ ফেব্র“য়ারী) নির্বাচন অফিস থেকে আ’লীগের ২ জন চেয়ারম্যান ও ১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু জাফর মোঃ আলমগীর হোসেন, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শিল্পপতি মোঃ মুজিবর রহমান শামীম। অন্যদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে চিতলমারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ পুকুল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।