আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আসন্ন বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে জয়ের লড়াইয়ে মরিয়া হয়ে গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন দুই নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী। এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিন্দন্দিতা করছেন সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক মরহুম আব্দুর রাজ্জাকের সহধর্মীনি স্কুল শিক্ষিকা ফরিদা খাতুন (কলস) ও জামায়াতের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহমদ মালা (প্রজাপতি) মার্কা নিয়ে। নির্বাচনে দুই নারী প্রতিন্দন্দিতা করলেও দলীয় সমর্থন রয়েছে দুইজনারই। নারী প্রার্থী ও তাদের সমর্থকদের বিরামহীন প্রচারনায় মুখরিত করে তুলেছে সমগ্র উপজেলা। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে এলাকা। প্রার্থীরা ঘুমকে হারাম করে দিন রাত চসে বেড়াচ্ছেন গ্রামগঞ্জ সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে। বিশেষ করে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের টার্গেট নারী ভোটারদের উপড়। কেননা এ উপজেলায় পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যা বেশী। ভোটরদের মুখে মুখে শোনা যাচ্ছে যে হেতু মরহুম আব্দুর রাজ্জাক একজন সফল উপজেলা চেয়ারম্যান ও নেতা হিসাবে এলাকায় সমাদৃত। সে হিসাবে তার স্ত্রীর গ্রহন যোগ্যতার প্রতি লক্ষ্য রাখছেন অনেকে। আর অপর প্রার্থী দীর্ঘদিন ক্ষমতায় থেকে জনগনের জন্য কতটুকু সেবা দিতে পেরেছে সে দিকেও লক্ষ্য রাখছেন সচেতন ভোটারগন। তবে কে হবেন মহিলা ভাইস চেয়ারম্যান তা নির্ধারন করতে আগামী ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে উপজেলা বাসিকে।