ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উজিরপুর উপজেলা নির্বাচনে আ’লীগের একক প্রার্থী নির্ধারণ : চেয়ারম্যান পদে ইকবাল, ভাইস চেয়ারম্যান পদে অপূর্ব ও সীমা রানী একক প্রার্থী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ৯:২৭ অপরাহ্ণ

Photo- Agailjhara= (3)অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ দলীয় একক প্রার্থী চূড়ান্ত করতে বরিশাল জেলা আওয়ামীলীগের বিশেষ সভা আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহন সেরালস্থ বাস ভবনে তার সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের এমপি এ্যাড.তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার। এসময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুখেন্দু শেখর বৈদ্য, উজিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম জামাল হোসেন, সাবেক সভাপতি আ.খালেক আজাদ. সহ-সভাপতি ও ওটরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, আওয়ামীলীগ নেতা আ. হাকিম সেরনিয়াবাত।

Shamol Bangla Ads

ভাইস চেয়ারম্যান পদের জন্য বক্তব্য রাখেন এ্যাড. শহিদুল ইসলাম মৃধা, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন সবুজ, মিজানুর রহমান কবির, সিরাজুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল।
সভা শেষে চেয়ারম্যান পদে হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান পদে অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সীমা রানী শীলকে একক প্রার্থী হিসেবে দলীয় সমর্থন দেয়া হয়।

আগৈলঝাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জনের মনোনয়নপত্র সংগ্রহ

Shamol Bangla Ads

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনজিও কর্মী পবিত্র হালদার।
উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পর উপজেলার আস্কর গ্রামের পবিত্র হালদার গত ১৬ তারিখ মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তিনি স্বতন্ত্র না কোন দলীয় প্রার্থী তা স্থানীয়ভাবে জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি রতœপুরের মোহনকাঠি ও মোল্লাপাড়া এলাকায় গণসংযোগ করছেন বলে জানা গেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!