ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেতাগীতে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৭, ২০১৪ ২:৩৪ অপরাহ্ণ

Shaheed_minarমো. মোস্তাফিজুর রহমান, বেতাগী (বরগুনা) : রাস্ট্র ভাষা বাংলা প্রতিষ্ঠার ৬২ বছর পরেও বেতাগী উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের স্মরনে শহীদ মিনার নেই। ফলে ভাষা দিবসে কোথাও বাশঁ, কাঠ, কোথাও কলাগাছ ও মাটি দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মান করে সেখানে পুষ্পমাল্য অর্পন করা হয়। এবারেও একইভাবে শহীদ মিনার নির্মান করে সেখানেই পুষ্পমাল্য অর্পন করতে হবে। ‘মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এই বাংলা ভাষার জন্য প্রতি বছর ভাষা দিবস এলেই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও নানা আয়োজনের মাধ্যমে জাতীয়ভাবে শহীদদের স্মরনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হবে। অথচ এ উপজেলায় ১শ ৯৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২২ টিতে শহীদ মিনার রয়েছে।
জানা গেছে, উপজেলার ১২৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদনীখালী, বাসন্ডা ও পূর্ব কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাতিরেকে অন্য কোথাও শহীদ মিনার নেই। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পযার্য়ে আসমত আলী, কাউনিয়া, আখতার মোর্শ্বেদ কৃষি কলেজ, বেতাগী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম করুনা মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, রানীপুর খোন্তাকাটা, সবুজ কানন, বি.এল.বি, ভোড়া আর্শ্বেদিয়া জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠার দীর্ঘদিনেও শহীদ মিনার নির্মান করা হয়নি। মাদ্রাসা পর্যায়ে ২১টি প্রতিষ্ঠানের এখনো কোথাও শহীদ মিনার নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা শেখ শাজাহান আলী বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান করতে সরকারের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত। শিক্ষক সমিতির সভাপতি আবদুস সালাম সিদ্দিকি জানান, শহীদদের স্মৃতি রক্ষার্থে প্রতিটি প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান বাধ্যতামূলক করা প্রয়োজন। সাধারন সম্পাদক মোঃ মহসীন খান বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান করা হলে কোমলমতি শিশু ও ছোট ছোট ছেলে- মেয়ে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ব্যাপারে জানতে আরও আগ্রহ প্রকাশ করবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!