ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ পাচারকারীকে আটক করেছে। তাদের বাড়ি কেশবপুর থানার কৃষ্ণনগর গ্রামে।
ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক শেখ খায়রুল বাশার জানান, গতকাল সোমবার দুপুর ১টায় উপজেলার চুকনগর বাজারের ব্রীজের পাশে স্বপনের চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে বসে থাকা কেশবপুর থানার কৃষ্ণনগর গ্রামের নীল কোমল সরকারের ছেলে তরুন সরকার(২৮) ও একই এলাকার মৃনাল মল্লিকের ছেলে মিঠুন মল্লিকের(২২)দেহ তল্লাশি করে ৭০পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। থানা হাজতে দাড়িয়ে আটক তরুন ও মিঠুন জানায়, আমরা একটি জুয়েলারী দোকানে কর্মচারির কাজ করি। সকালে মুজিবর নামের একজন বলে ডুমুরিয়ার আল-আমিন এসে প্যাকেটটি নিয়ে যাবে। কিছুক্ষণ পরে আমরা চায়ের দোকানে চা খেতে গেলে পুলিশ আমাদের আটক করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।