শ্যামলবাংলা স্পোর্টস : টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে স্বাগতিক বাংলাদেশ। দল ঘোষণার শেষ দিন ১৬ ফেব্রুয়ারী রবিবার রাত পৌনে ৯টায় ই-মেইলের মাধ্যমে দল ঘোষণা করেন নির্বাচকরা। ফলে বিশ্বকাপের মতো বড় একটি টুর্নামেন্টের দল ঘোষণা করা হলো সংবাদ সম্মেলন ছাড়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যথারীতি মুশফিকুর রহিম ও সালমা খাতুনকে দুই দলের নেতৃত্বভার দেয়া হয়েছে।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, নবীন-প্রবীণের মিশেলে গড়া হয়েছে দলটি। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট বলেই নাকি অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছেন তারা। এরপরও সাব্বির রহমান ও মুমিনুল হকের মতো তরুণকে সুযোগ দেওয়া হয়েছে। প্রধান নির্বাচক মুমিনুলকে আনকোরা হিসেবে অভিহিত করা হলেও ৩ ফরম্যাটেই এ তরুণ এখন বাংলাদেশের টপ অর্ডারের অন্যতম ভরসা। ১৬ মার্চ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের।
তবে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার পরও বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। প্রধান নির্বাচক ফারুক আহমেদ তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। বর্তমানে ইনজুরিতে থাকা আরেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের জন্যই সুযোগ মেলেনি তার। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রাজ্জাক।
গতকাল সালমা খাতুনের নেতৃত্বে ১৫ সদস্যের নারীদের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচক নারী দল নিয়েও বেশ আশাবাদী। সালমা, জাহানার ও আয়েশারা টি২০ বিশ্বকাপে ভালো করবেন বলে বিশ্বাস তার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরুষ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুমিনুল হক, নাসির হোসেন, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।
মহিলা দল: সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম (সহ-অধিনায়ক), রুমানা আহমেদ, ফারজানা হক, আয়েশা রহমান, লতা মণ্ডল, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, পান্না ঘোষ, শারমীন আক্তার, নুজহাত তাসনিয়া, খাদিজাতুল কুবরা, সোহেলী আক্তার, শারমীন সুলতানা ও শায়লা শারমীন।