স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ২০ জন মনোনয়নপত্র দাখিল করলেও ১৭ ফেব্রুয়ারী সোমবার বাছাইয়ে ত্রুটিপূর্ণ হওয়ায় রিটার্নিং অফিসার ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মহিলা ও ভাইস চেয়ারম্যান পদে ২ জনের সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়। উপজেলা চেয়ারম্যান পদে যাদের মনোনয়নপত্র বাতিল হয় তারা হলেন মাদ্রাসা শিক্ষক নুরুজ্জামান বাদল, আ’লীগ নেতা নঈম উদ্দিন ও জাপা নেতা শফিকুল ইসলাম লিটন।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
উপজেলা চেয়ারম্যান পদে বাছাইয়ে ১৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। তারা হলেন- আ’লীগের আশরাফ হোসেন খোকা, মুক্তিযোদ্ধা আব্দুলাহ সালেহ, তারিকুল ইসলাম ভাসানী, ফারুক আহমেদ, এডিএম শহিদুলাহ, আজহার আলী মাষ্টার ও আলহাজ্ব সুলতান আহমেদ। বিএনপির আব্দুর রহিম দুলাল, জামাল উদ্দিন জামাল, আলহাজ্ব সুরুজ্জামান, অ্যাডভোকেট আব্দুর রউফ, অ্যাডভোকেট লুৎফুর রহমান, জুবায়ের ইবনে সালেহ, আব্দুল হালিম, বর্তমান উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা, একেএম পারভেজ সারোয়ার আলম ও মো. আকরামুজ্জামান।
আগামী ১৫ মাচ মার্চ শ্রীবরদী উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)