ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ওয়ার্ল্ডের উদ্দ্যোগে বার্ষিক পূনঃমিলনী অনুষ্ঠান ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ এর আয়োজন করা হয়। । শনিবার উপজেলা সদরের বকুলতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন হয়। ফ্রেন্ডস ওয়ার্ল্ড এর সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম ফজলুল হক চান। অন্যান্যদের মধ্যে বক্তত্য রাখেন থানার ওসি গোলাম মোরশেদ তালুকদার , আওয়ামী লীগ সাধারন সম্পাদক গোলাম মোস্তফা , প্রেসক্লাবের সভাপতি আমিরুজ্জামান লেবু , মাসুম বিল্লাহ, মেহেদী হাসান হালিম প্রমূখ । পরে আনুষ্ঠানিকভাবে ১৩০জন দু:স্থ ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয় ্ ।