ads

রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৪ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে সাংবাদিক মীর হোসেন তপনের ইন্তেকাল :প্রেসক্লাবে ৩ দিনের শোক কর্মসূচী ঘোষনা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০১৪ ৪:৩৩ অপরাহ্ণ

16-02-2014 (PIC) Taponরাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক লাল গোলাপ পত্রিকার নওগাঁর রাণীনগর উপজেলা সংবাদদাতা ও প্রেসক্লাবের সদস্য মীর হোসেন তপন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।  রবিবার সকাল ১০টায় নামাজে যানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃতুতে রাণীনগর প্রেসক্লাবের সকল সদস্য, জেলা প্রেসক্লাবের সকল সদস্য, লাল গোলাপের নওগাঁ জেলা প্রতিনিধি জিএম মিঠন সহ রাণীনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার নামাজে যানাজায় নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সদস্য আমিনুল হক বেলাল, উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এসএম আল ফারুক জেমস, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আরিফুর রহমান রাঙ্গা, রাণীনগর প্রেস ক্লাব’র সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদা পারভিন সহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা অংশ নেন। মীর হোসেন তপন রাণীনগর উপজেলার ভবানীপুর সরদার পাড়া গ্রামের মতিয়ার রহমান ওরফে গহের আলীর ছেলে।
পারিবারিক সুত্র জানায়, মীর হোসেন তপন দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শনিবার বিকেলে তিনি নওগাঁয় ডাক্তারি পরীক্ষা শেষে বেড় হবার সময় আবারো আক্রান্ত হলে সেখানে তিনি মারা যান। মৃতুকালে ১ছেলে,১মেয়ে স্ত্রী,বাবা,ভাই বোন সহ অসংখ্য গুনাগ্রাহি রেখেযান।
এদিকে সাংবাদিক মীর হোসেন তপনের অকাল মৃত্যুতে রাণীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে ৩দিনের শোক কর্মসূচি ঘোষনা করা হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!