মধুখালী (ফরিদপুর) সংবাদাতা ১৬ ফের্রুয়ারী : ১৫ ফেব্রুয়ারী মধুখালীতে উপজেলা নির্বাচন এর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মধুখালী রেলগেটস্থ বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে বিবদমান দুটি গ্রুপের কতিপয় উচ্ছৃঙ্খল কর্মীরা। এর ফলে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে। স্থানীয় জনতা কিছুক্ষনের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এর আগে বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ মোঃ আবু জাফরের উপস্থিতিতে বিএনপি কার্যালয়ের মধ্যে বিবদমান দুইজন প্রার্থীর কর্মীসমর্থকদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি সংঘটিত হয়। এরপর চেয়ারম্যান প্রর্থী আঃ আলীম মানিক রিটার্নিং অফিসার এর নিকট মনোনয়ন পত্র জমা দিতে গেলে প্রতিপক্ষে একদল কর্মী লাঠিসোটা নিয়ে তাদের উপর চড়াও হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। প্রতিবাদে ১৬ ফেব্রুয়ারী সকাল ১১টায় বিএনপি উপজেলা কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেরনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান , সহসভাপতি মোঃ আজিজুর রহমান মোল্যা,সহসভাপতি আঃ রহিম ফকির,যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহম্মদ সতেজ,সাংগঠনিক সম্পাদক মোঃহায়দার আলী মোল্যা,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইয়াসিন বিশ্বাস ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বাবলূ কুমার রায়সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত অভিযে াগে বলা হয় বিএনপির কোন নেতা কর্মী পাটি কার্যালয়ে আগুন দিয়ে দলের প্রতিষ্ঠাতা ও দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার ছবি পোড়াতে পারে না। যারা এ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে তার ক্ষমতাসীন আওয়ামীলীগের বিটিম । অবিলম্বে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধন্ত গ্রহণ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জজাবে জানানো হয় এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সন্ত্রাসী কাজে লিপ্তদের সুনির্দিষ্ট নাম-ঠিকানা তাদের হাতে রয়েছে ।