ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি কলেজ মোড়স্থ অতিথি কমিউনিটি সেন্টারে তৃনমূল স্তরের নেতা কর্মিদের নিয়ে উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় সভায় সভাতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার শাহজাহান ওমর বীরউত্তম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক ডা: টি আহম্মেদ, সহ-সভাপতি মিয়া আহম্মেদ কিবরিয়া ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। ব্যারিষ্টার শাহজাহান ওমর নেতা কর্মিদেরকে বিএনপি মনোনিত প্রার্থীদের পক্ষে সকল ধরনের দ্বিধা ও বিরোধ ভুলে এক সংগে কাজ করার জন্য আহবান জানান। ঝালকাঠি সদর উপজেলায় এনামুল হক এলিন সরদার, রাজাপুর উপজেলার মো: নাছিম আকন ও কাঠালিয়া উপজেলায় রফিকুল ইসলাম মিরন শিকদারকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দেয়া হয়েছে। তবে নলছিটি উপজেলায় মতবিনিময় সভাকরে সেই উপজেলার প্রার্থী চুড়ান্ত করা হবে।