তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ১৫ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। চলছে গণসংযোগ। চা-পান সিগারেট চলছে সমান তালে। পুরুষদের পাশাপাশি সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ৬টি উপজেলার প্রতিটি অঞ্চল। নারী প্রার্থীরা পুরুষ প্রার্থীদের পাশাপাশি সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে নিজেকে যোগ্য প্রার্থী প্রমাণ করে বৈতরণী পাড় হতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কুমিলা ৬ উপজেলার নাঙ্গলকোট, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, হোমনা, তিতাস ও চৌদ্দগ্রাম। এ ৬ উপজেলায় ১’শ ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। নির্বাচনে প্রতীক না পেলেও ভোটারদের মন জয় করতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে কৌশল অবলম্বন করে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শনিবার ৬ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। এর মধ্যে চেয়ারম্যান ৪১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৪৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ প্রার্থী। এদের মধ্যে নাঙ্গলকোটে ২৪ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান ১১, ভাইস চেয়ারম্যান ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। বুড়িচং ২৪ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। তিতাসে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান পদে ৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, চৌদ্দগ্রাম চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। হোমনায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ ১৭ জন মনোনয়পত্র জমা দিয়েছেন।
নাঙ্গলকোট উপজেলা : এ উপজেলায় চেয়াম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র সামছুউদ্দিন কালু, উপজেলা বিএনপি নেতা নজির আহম্মেদ ভুঁইয়া, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক একেএম নুরুল আফছার নয়ন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন কবির ভিপি, উপজেলা জাতীয় পার্টি সেক্রেটারি কাজী জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমূল হাছান ভুঁইয়া বাছির চেয়ারম্যান, বিএনপি নেতা শাহজাহান মজুমদার, বাবুল ইসলাম মজুমদার, এটিএম জসিম উদ্দিন, শাহজাহান কবির, শামছুল হক। ভাইস চেয়ারম্যান পদে জামায়াত নেতা আবুল কাশেম গাফুরী, বিএনপি নেতা মাস্টার মঈনুল ইসলাম মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক অধ্যাপক জাকের হোসেন, উপজেলা যুবদল সভাপতি আনোয়ার হোসেন নয়ন, উপজেলা ছাত্র লীগ সভাপতি আবু ইউছুফ ভুঁইয়া, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান সোহেল, উপজেলা জামায়াত সেক্রেটারি এস এম মহিউদ্দিন, পৌরসভা যুব লীগ নেতা তৌহিদুর রহমান, পৌর সভা বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মুন্নি, বিএনপি নেতা রোকেয়া আক্তার, আওয়ামীলীগ নেতা কুলসুম আক্তার, ছালেহা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুড়িচং উপজেলা : এ উপজেলায় চেয়ারম্যান পদ প্রার্থী আওয়ামীলীগ থেকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সহ-সভাপতি আখলাক হায়দার, কেন্দ্রীয় কমিটির উপ সহ- সম্পাদক আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, যুগ্ম সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমান, বিএনপি থেকে ২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়পত্র কুমিলা জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে দাখিল করেছে। তারা হলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী মিজানুর রহমান, উপজেলা বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পদক, ময়নামতি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম শাহীন, জাতীয় পাটির নেতা অধ্যাপক হাবিবুর রহমান, মালয়েশিয়া ছাত্রসমাজের সভাপতি মোঃ শফিকুর রহমান অরুন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ থেকে মনোনয় পত্র দাখিল করেছেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শাহ আলম চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান খান রুমেল, যুবলীগ নেতা শাহজাদা আহম্মদ রনি, উপজেলা বিএনপি নেতা সাংবাদিক মেবারক হোসেন, উপজেল যুবদলের সেক্রটারি মোঃ জামাল উদ্দিন, উপজেল ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, জামায়াত নেতা অ্যাড. সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন মাষ্টার, উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক গোলাম বায়েজিদ সৌরভ, মোঃ তাজুল ইসলাম। মহিলা ভাইস চেয়াম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী নেত্রী নাদেরা পারভীন, কানিজ আয়শা লাকী, ফারহানা জেসমিন সেলিম, সালমা আক্তার পারভীন, সামসুন নাহার।
ব্রাহ্মণপাড়া উপজেলা: এ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নয় পত্র জমা করেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খাঁন চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহবায়ক ১৯ দলীয় জোটের মনোনীত প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুম আলম, আওয়ামীলীগের কুমিলা জেলা সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঢাকা শিশু ও নারী নির্যাতন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট আবদুল বারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সিদলাই আমির হোসেন জোবেদা কলেজের প্রতিষ্ঠাতার ছেলে আওয়ামীলীগের নেতা মেরিন ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন জিয়াউল হাসান মাহমুদ। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ অর্থ বিষয়ক সম্পাদক মুবিনুল হক মবিন মনোনয়ন পত্র ক্রয় করলেও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মনোনয়ন পত্র জমা দেননি। অপরদিকে ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, ১৯ দলীয় জোটের মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান আতিক, উপজেলা যুবলীগের আহবায়ক সুলতান আহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খাঁন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহজাহান, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম সুজন, সাবেক মেম্বার মোঃ অবিদ মিয়া, ছাত্রলীগ নেতা মোঃ মশিউর আলম। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের একক প্রার্থী উপজেলা আওয়ামী মহিলালীগের আহবায়ক অ্যাডভোকেট জাহান আরা বেগম, ১৯ দলীয় জোটের মনোনীত প্রার্থী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি। দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থনদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
তিতাস উপজেলা: এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, মোসা. নুরাননাহার পারভিন, আওয়ামীলীগ সমর্থিত মুন্সি মজিবুর রহমান, বিদ্রোহী প্রার্থী মো. মোস্তাক আহমেদ ভূঁইয়া, বিএনপি সমর্থিত মো. সালাহ উদ্দিন সরকার, আনোয়ার হোসেন, নাছির আলম ও আবদুল হান্নান। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী মো. শাহিনুর ইসলাম(সোহেল সিকদার), বিদ্রোহী প্রার্থী সামছুল হক মোলা, আতিকুর রহমান, কাউছার আহমেদ, বিএনপি সমর্থিত জহিরুল যাদু, বিদ্রোহী প্রার্থী আবদুল লতিফ, এম রিয়াজ উদ্দিন, এম রিয়াজ উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যার পদে আওয়ামীলীগ সমর্থিত, মোসা. সালেহা খাতুন, বিএনপি সমর্থিত সামিয়া সুলতানা, সোনিয়া পারভিন, হোসনেয়ারা বেগম ও হাসিনা পারভিন।
চৌদ্দগ্রাম উপজেলা: এ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুস সোবহান ভূইয়া হাসান, উপজেলা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশি, উপজেলা বিএনপির সহ-সভাপতি ঈমাম উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় যুবদলের সদস্য কামরুল হুদা, শাহ আলম, পেয়ার আহম্মদ পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও. নুর আহম্মদ। ভাইস চেয়ারম্যান পদে-উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারী, উপজেলা জামায়াতের আমীর সাহাব উদ্দিন ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আ ন ম সলিম উল্যাহ টিপু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী রাশেদা আখতার ও রাহেনা বেগম। নির্বাচনের তফছিল ঘোষনার পর চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেছেন বলে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম আরো জানান।
হোমনা উপজেলা: এ উপজেলা চেয়ারম চয়ারম্যান বিএনপি’র একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোলা, ভাইস চেয়ারম্যান পদে হাজী মাজেদুল ইসলাম জীবন (বিএনপি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম (বিএনপি) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে মনোনয়নপত্র জামা দেয়া অন্যরা হলেন চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান জহিরুল হক জহর (স্বতন্ত্র), রেহানা বেগম (আ’লীগ), হাজী রুস্তম আলম স্বপন (আ’লীগ), মো. শহীদ উলাহ (আ’লীগ), ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোলা (আ’লীগ), মনিরুজ্জামান টিপু (আ’লীগ), নজরুল ইসলাম (স্বতন্ত্র) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিনূর আক্তার (আ’লীগ) ও মিনারা ভাসানী সরকার (আ’লীগ)।