চুয়াডাঙ্গা প্রতিনিধি : সীমান্তে মানুষ হত্যা মাদকদ্রব্য এবং নারী ও শিশু পাচারসহ উভয় দেশের সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি নামক স্থানে ৬৪ মেইন পিলার’র কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে এক গুরুত্বপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে ১৬ ফেব্রুয়ারী রবিবার দুপুর এক টার দিকে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। এতে বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক বিএ-৪২৯২ লেঃ কর্ণেল এসএম মনিরুজ্জামান এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এ কে শর্মা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক বিএ-৪২৯২ লেঃ কর্ণেল এসএম মনিরুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার বিকেল ৫ টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি নামক স্থানে ৬৪ মেইন পিলার’র কাছে বর্ডার গার্ড বায়লাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে এক গুরুত্বপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বৈঠকে বিজিবি-বিএসএফ’র মধ্যে এক ফলপ্রসু আলোচনা হয়েছে।
উলেখ্য, সম্প্রতি দামুড়হুদার বাড়াদি সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ ইমারত নির্মান করতে গেলে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা সীমান্তে বাঙ্কার কেটে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করলে। সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।