কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ১৬ফেব্রুয়ারী রবিবার দুপুর ১২টায় পৌর শহরের একটি রেষ্টুরেন্টে ১৯ দলীয় জোটের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৯দলীয় জোটের কেন্দ্রীয় নেতা জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি এডভোকেট নওয়াব আলী আব্বাস খান।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে কুলাউড়ায় ১৯দলের চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উপাধ্যক্ষ আব্দুল হান্নান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জামায়াত কুলাউড়া পৌর শাখার আমীর রাজানুর রহিম ইফতেখার। শকু ও সজল জোটের প্রার্থী নয় এরা বিএনপিসহ জোটের নাম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। তিনি সংবাদকর্মীদের জোটের প্রার্থী নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান এবং ভোটারদের প্রতি হান্নানকে(আনারস) ও ইফতেখারকে (চশমা) প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১৯দলীয় জোটের কেন্দ্রীয় নেতা জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, বিএনপি কেন্দ্রীয় নেতা এডভোকেট আবেদ রাজা, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মোঃ আব্দুল বারী মাষ্টার ও সেক্রটারী আব্দুল মুন্তাজিম, সিলেট জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওঃ আসলাম রহমানী, ১৯দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উপাধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী জামায়াত পৌর শাখার রাজানুর রহিম ইফতেখার, ইসলামী ঐক্যজোটের কুলাউড়া উপজেলা সভাপতি মাওঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শেখ মোঃ শহীদুল ইসলাম, জেলা জাতীয় প্রার্টি নেতা শাহাজান আলম চৌঃ, উপজেলা ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক হাফিজ মুজাহিদুল ইসলাম সাদিক, জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফিজ ফয়জুল ইসলাম প্রমুখ। এসময় কুলাউড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।