শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনায়ন নিয়ে আওয়ামীলীগের বিবাধমান দুই গ্রুপের নেতা কর্মীরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। রবিবার দুপুর ১২ টায় শরণখোলা প্রেসক্লাবে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামসুর রহমান শেখ লিখিত বক্তব্যে দাবী করেন, জেলা সভাপতি ও সংসদ সদস্য ডাঃ মোজ্জাম্মেল হোসেন শনিবার রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অরাজনৈতিক ও অসাংগঠনিক ভাবে প্রার্থী ঘোষনা করেছেন। তিনি আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা উপেক্ষা করে তৃনমুল নেতা কর্মীদের মতামত না নিয়ে এক তরফাভাবে এ ঘোষনা দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এম এ রশিদ আকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাসানুজ্জামান পারভেজ।
অপরদিকে বিকাল চারটায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ মুক্তা লিখিত বক্তব্যে জানান, উপজেলা নির্বাচনে সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গত ৫ ফেব্রæয়ারী বাগেরহাট জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় শরণখোলা আওয়ামীলীগের তৃর্নমুল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে শ্রমিকলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনকে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের নির্বাহী সদস্য মেজবা উদ্দিন খোকনকে ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সম্পাদিকা রাহিমা আক্তার হাসিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মনোনায়ন করা হয়। শনিবার রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে কয়েক হাজার নৌকার সমর্থক ও দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে জেলা আওয়ামীলীগের সভাপতি সাংসদ ডাঃ মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি এ্যাড. শাহ-ই আলম বাচ্ছু, এ্যাড. শেখ মোঃ আলী আকবর, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. ভ‚ইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু ও দপ্তর সম্পাদক এ্যাড. ছিদ্দিকুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষনা দেন। সাংবাদিক সম্মেলনে তারা জানান, দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করতে বহিস্কৃত নেতা কামাল উদ্দিন আকনকে নিয়ে কতিপয় ব্যাক্তি অপপ্রচার চালিয়ে দলীয় প্রার্থীর বিরোধীতা করছেন। এব্যাপারে বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ ডাঃ মোজাম্মেল হোসেন জানান, দলের কেন্দ্রিয় নির্দেশনা অনুযায়ী শরণখোলা উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের ঐক্যমতের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন করা হয়েছে।