আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বয়লারের ছাইয়ের ভেতর থেকে এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার শিকারপুর গ্রামের হেলালের বয়লারের ছাইয়ের মধ্য থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাণীনগর গ্রামের মৃত অমেদ আলীর পুত্র তছের আলী (৪০) প্রায় ৮/১০ বছর পূর্বে বাড়ি থেকে নাটোর জেলার একটি বয়লারে কাজ করত। সে ওই সময় থেকে সেখানেই অবস্থান করতো। সেখানে অবস্থানকালীন সময়ে সে যশোরের এক মেয়েকে বিয়ে করে। কয়েকদিন পূর্বে তছেরের কথিত সেই স্ত্রী নাটোরে মারা যান। সে স্ত্রীর লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি নিয়ে আসে। কিন্তু দীর্ঘদিন থেকে গ্রামে না থাকায় এবং তার বিয়ের বিষয়টি গ্রামবাসী অবগত না হওয়ায় ওই লাশ দাফনে বাধা দেয়। গ্রামবাসী তাকে শ্বশুড়বাড়ি যশোরে লাশ নিয়ে যাবার পরামর্শ দিলে সে রাতের অন্ধকারে লাশটি নিয়ে পার্শবর্তী শিকারপুর গ্রামের হেলালের বয়লারের ছাইয়ের ভেতর লাশ পুঁতে রেখে চম্পট দেয়। শুক্রবার লাশের গন্ধ ছড়ালে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বলেন, লাশটি আনার পর দাফনের জন্য গ্রাম্য মাতব্বরদের বলেছিলাম কিন্তু পরবর্তীতে আইনী জটিলতা হয় কি না এর জন্য গ্রামবাসী দাফন করতে রাজী হননি। এ বিষয়ে আত্রাই থানায় একটি ইউডি মামলা হয়েছে।