আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী বিথীন্দ্রনাথ সাহাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। গত শনিবার আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল লিখিত ভাবে স্থানীয় সাংবাদিকদের জানান, দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিথীন্দ্রনাথ সাহাকে তার দলীয় পদবী ও প্রাথমিক সদস্যপদ থেকে দলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযাায়ী বহিস্কার করা হয়েছে।