সিরাজগঞ্জ প্রতিনিধি : নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির সমর্থক প্রার্থীদের প্রচার প্রচারনা এখন তুঙ্গে। নির্বাচনের প্রথম ধাপে সিরাজগঞ্জ ৪টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন প্রার্থী। শহর গ্রামাঞ্চল ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। আ’লীগ প্রার্থীদের বিজয়ী করার জন্য স্থানীয় এমপিসহ দলীয় শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নেমেছেন। প্রার্থীদের সমর্থনে মোটরসাইকেল, সিএনজি শোভাযাত্রা, মাইকে মাইকে ও মিছিলে মিছিলে জনপদ এখন মুখরিত। ইতিমধ্যেই স্ব স্ব প্রার্থীরা শীতকে উপেক্ষা করে ভোটারদের বাড়ী বাড়ী যাচ্ছেন। সেই সাথে এলাকার বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রতি দিয়ে নিজেকে যোগ্য প্রার্থী দাবী করছেন ও ভোটারদের ভোট চাচ্ছেন। অনেক প্রার্থীই ভোটারদের হাত পা ধরেও ভোট চাচ্ছেন আর বলছেন, আগে আলাহ পরে আপনারা আমার ইজ্জত রাখবেন। প্রার্থীদের বাসা বাড়ীতে বিশেষ করে রাতের বেলা বিস্কুট মুড়ি ও লাল চা’র স্টল বসানো হয়েছে। ভোটাররা প্রার্থীদের বাড়ীতে গেলেই অন্তত এক কাপ চা ও বিড়ি সিগারেট খেতেই হয়। অনেক প্রভাবশালী প্রার্থীর বাড়ী ও বাসভবনে বিশেষ আপ্যায়নও চলছে দিন রাত। অনেক ভোটার বলছেন, ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই ভোটারদের কোদরও বাড়ছে। এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট যুদ্ধ হবে আওয়ামীলীগ বিএনপি মনোনিত প্রার্থীদের মধ্যে। এ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট যুদ্ধ হবে আওয়ামী লীগ বিএনপি মনোনিত প্রার্থীদের মধ্যে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা মো. রিয়াজ উদ্দিন (আনারস), বিএনপি নেতা মজিবুর রহমান লেবু (দোয়াত কলম), জামায়াতের শহিদুল ইসলাম (কাপ পিরিচ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী মুহিববুলাহ (মোটরসাইকেল), ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, গাজী আমিনুল ইসলাম (ছাতা), ভিপি শামীম আহমেদ (উড়োজাহাজ), জাসদের নাজমুল ইসলাম মুকুল (তালা), স্বতন্ত্র প্রার্থী জামাত আলী মুন্সী (চশমা), দিলীপ কুমার গৌড় (মাইক), নাসিম রেজানুর দিপু (টিউবয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা নূরুন্নাহার খানম (সিলিং ফ্যান) এবং বিএনপি নেতা সাবিনা ইয়াসমিন হাসি (কলস)। কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল (দোয়াত কলম), আ’লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস), বিএনপি নেতা অ্যাড. রবিউল হাসান (কাপ পিরিচ), ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম বেলাল (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছা. জুই পারভীন (হাঁস), সুলতানা হক (কলস), রেহানা খাতুন (সিলিং ফ্যান) ও সুফিয়া বেগম (ফুটবল)। উলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা এড. মারুফ বিন হাবিব (ঘোড়া), বিএনপি নেতা এড. শামসুল হক (মোটরসাইকেল), এড. জাহিদ হোসাইন (আনারস), মনিরুজ্জামান মাহফুজ (দোয়াত কলম) পেয়েছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা (চশমা), আব্দুস সালাম (বৈদ্যুতিক বাল্ব), শাহজাহান আলী (তালা), জয়নাল আবেদীন (টেলিফোন), একরামুল ফয়সাল শিবলু (উড়োজাহাজ) ও আবুল কালাম আজাদ (টিউবওয়েল) মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরোজা ইয়াসমিন লিপি (কলস) ও মনিজা মোমেন (পদ্মফুল)। রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা জিন্নাহ আলমাজি (ঘোড়া), বিএনপি নেতা ভিপি আইনুল হক (দোয়াত-কলম), এবিএম আব্দুস সাত্তার (মোটরসাইকেল), প্রার্থী রইচ উদ্দিন জয়নাল (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী খন্দকার শরিফুল ইসলাম (টিয়াপাখি), জাহিদুল ইসলাম (টিউবওয়েল), এড. মনিরুল ইসলাম জাফর (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লিনা হক লুৎফা (কলস), শিউলী ইয়াসমিন (প্রজাপতি), নিস্কৃতি দাস (পদ্মফুল) এবং নিলুফা ইয়াসমিন রিনা (বৈদ্যুতিক পাখা)। উলেখ্য, ১৯ ফেব্রুয়ারি উলেখিত ৪টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।