রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপির দক্ষিণ নারায়নপুর গ্রামের সর্দার বাড়ির মতিন মাষ্টারের ছেলে কামাল হোসেন (২৫) নামে এক যুবক ১৪ ফেব্রুয়ারী শুক্রবার বিষ পান করে আত্মহত্যা করে। জানা গেছে, দক্ষিণ নারায়নপুর গ্রামের সর্দার বাড়ীর মতিন মাষ্টারের ছেলে কামাল হোসেন শুক্রবার সকালে পারিবারিক কলহের কারনে সবার অজান্তেই বিষপান করে পাশ্ববর্তি শিবপুর গ্রামে যাওয়ার পথে মঙ্গল বাড়ির সামনে উপস্থিত হলে জ্ঞান হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। রামগঞ্জ থানার এস আই ফারুক ঘটনাস্থে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে।