মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে জরিপ কাজ তদারকি : বাংলাদেশ-ত্রিপুরা(ভারত)সেক্টরের আন্তর্জাতিক সীমানা পিলার যৌথভাবে পরিদর্শনের লক্ষ্যে ভারতীয় ৫ সদস্যে প্রতিনিধি দল বাংলাদেশে
মৌলভীবাজার প্রতিনিধি :
বাংলাদেশ-ত্রিপুরা (ভারত) সেক্টরের২০১৩-১৪ মাঠ মৌসুমের আন্তর্জাতিক সীমানা পিলার নির্মাণ-পুন:নির্মাণ মেরামত কাজ যৌথভাবে পরিদর্শনের লক্ষ্যে ভারতীয় ৫ সদস্য প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। প্রতিনিধি দলে ভারতের ত্রিপুরা(ডিএস ও এলআর) এন আর বিষওয়াল নেতৃত্ব সদস্যরা হলেন সুপারেন্ডিং সার্ভেয়ার ইন্ডিয়া শ্রী সোপান দাস, ডেপুটি ডাইরেক্টর ল্যান্ড, বাষখান দাস গুপ্ত, ত্রিপুরা ক্যাম্প অফিসার শ্রী অভিজিত দাস, ত্রিপুরা সার্ভেয়ার সঞ্জিব দেবনাথ। শনিবার সকাল ১১টায় ভারতের কৈলাশর চেকপোষ্ট হয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় চেকপোষ্টে উপস্থিত হয়ে ভারতীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল মান্নান, মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব প্রকাশ কান্তি চৌধুরী, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম।
উপস্থিত ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ সিরাজুল ইসলাম, শরীফপুর ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জুল হোসেন চিনু, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, শ্রীমংগলের সহকারী বন সংরক্ষক সাজ্জাদুজাজামান, কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য্য, জুড়ী রেঞ্জ কর্মকর্তা সফি উদ্দিন আহমদ প্রমুখসহ চেকপোষ্টের কর্মকর্তারা।
চেকপোষ্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদল সীমান্তের মেইন পিলার নং ১৯৪০ পরিদর্শন করেন। প্রতিনিধি দল আজ ১৬ ফেব্রুয়ারী রোববার সারাদিন সীমান্তের মেইন পিলার নং ১৯৪৪ হতে মেইন পিলার নং ১০৪৬ পর্যন্ত এলাকার পিলার নির্মাণ/পুর্ণনিমার্ণ ও মেরামতের কাজ যৌথভাবে পরিদর্শন করবেন। ভারতীয় প্রতিনিধি দল চাতলাপুর চেকপোষ্ট হয়ে আগামী ১৭ ফেব্রুয়ারী আগরতলা ত্রিপুরা ও ভারতের উদ্যোশে চেক পোষ্ট ত্যাগ করবেন ।